তমালী রায়
যেখানে পথে ছড়িয়ে আছে গ্রন্থি,
সেখানে থাকুক কাব্যিক গ্রন্থনা।
বলেছিলে ঋণ রাখবে না তাই আজও,
ইচ্ছেরা দেয় অযাচিত মন্ত্রনা।
আমল দিতে না চাও, দিওনা,
আমার দরজা খোলা,খুলি মুঠো।
স্মৃতির টফি পকেটেই ভরে রেখে,
পাল্টাই আমি, পাল্টাই চেনা রুটও।
গ্রন্থি যদি বাঁধে, খুলতেও জানুক,
পরিশীলিত, নিপুণ তোমার হাত,
থামুক এসে ঠোঁটের কাছাকাছি,
যেখানে জটিল গ্রন্থি বেঁধেছে রাত।
পাঠের শেষেও পাঠের ইচ্ছে জাগুক,
ঠোঁটের অঙ্ক জানে জ্যামিতিক মাপ,
স্মৃতিমেদুর মুখস্থ সেই গ্রন্থে,
উদ্ধৃত হোক মার্জিত উত্তাপ।
It’s remarkable tto vvisit this weeb pag and readig the views
oof all ffriends regarding his article, while I amm also eager of getting familiarity.
I enjoy, lad too I found jus wha I waas taking a liok
for. You’ve ended my 4 dday lenthy hunt! God Bless you man. Haave a gret day.
Bye
I like this web blog very much, Its a very nice billet
to read and get information.Raise range
পাঠের পরেও পাঠের ইচ্ছা জাগুক – 👌
ভালো লাগলো কবিতাটি