Montage

জ্যোৎস্না-বাড়ি

জ্যোৎস্না-বাড়ি

প্রিয়াঞ্জলি দেবনাথ

আমাদের নবান্ন-উঠোনের গায়ে একচিলতে বারান্দা লেগে থাকে —
নতুন ধানে ভরা ঠাকুর-দালান, ঈশ্বরীর রন্ধনশালা।
একটা মাটির দেউল বেয়ে লতানে মাধবীলতা ভেসে যায় লক্ষী-বারের দিকে —
আমার মা সেখানে স্বস্তিকচিহ্ন আঁকেন
তারপর ভেজা আঁচলে তুলসীমাটির পাশে বেঁধে রাখেন স্নেহ।

আমরা জ্যোৎস্নার ভেতর হাঁটু মুড়ে বসি
মা বসেন পদ্মাসনে …
দেখি মায়ের পল্লবহীন কাঠাম-হাতে উঠে আসে লক্ষীর পাঁচালি
বেদজ্ঞ মন্ত্র-ঝরা মা ময় গন্ধে ক্রমশ ভরে ওঠে
আমাদের মাটির দালান…
তারপর স্নেহের চাতাল ধরে হেঁটে আসে
দুধে-আলপনা আঁকা একটা মাধবীলতার দেউল,
আমাদের জ্যোৎস্না-বাড়ি…

0

Priyanjali Debnath

প্রিয়াঞ্জলি দেবনাথ কবি ও গল্পকার। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ছোট বড় পত্র পত্রিকায় তিনি লিখেছেন কবিতা, ছোটগল্প, অণুগল্প। ‘শব্দের অরণ্যে আরও এক ক্রোশ’ তাঁর একমাত্র প্রকাশিত কবিতার বই। 2019 -এ তিনি পেয়েছেন অবগুণ্ঠন অণুগল্প সম্মান। ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয় থেকে উচ্চ-মাধ্যমিকের পর সাহিত্য নিয়ে হুগলি উইমেন্স কলেজ ও পরে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্ব শেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড। এখনো অ্যাকাডেমিক পড়াশোনার মধ্যেই তিনি আবদ্ধ। ভবিষ্যত পরিকল্পনা পি.এইচডি। লেখালেখি ও পড়াশোনার পাশাপাশি তিনি সমানভাবে আগ্রহী ছবি আঁকার প্রতিও।

View All Authors >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 3 =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top