অমিতাভ দাস
কিছু কথা রাত জেনেছিল । কিছু কথা মহাপ্রলয়ের মতো মহানিম আঁধারে একলা । ভাসে দারুব্রহ্ম । আমি তখন পরম-ভবনে আসীন । কে যেন স্থির নির্বাক লিপিকার !
কিছু কথা চুপ , শুয়ে থাকে বিজন বৃক্ষতল । দেবীকথা — ফুল । আহত বেদনার দিনে তোমার মন্দির । উল্টোদিকে ছায়াময় সুশীতল পুষ্করিণী আছে । এই গ্রামে রায়গুণাকর একদিন…সত্যনারায়ণের পাঁচালি । বুড়ো বট আর একজন দেবী বিশালাক্ষ্মী নাম…
এখানে ফুটেছে স্বর্ণচাপা , রক্তকরবীর রক্তিম আভা । বেলা দ্বিপ্রহর । ক্লান্ত দোকানির উজ্জ্বল চোখ– অতিরিক্ত এক ভাড় চা । অতিথি নারায়ণ বোঝে তাঁরা । সারমেয়গণ পায়ে পায়ে হাঁটে, নির্জন…বিস্কুটের আহার । পরম তখন প্রকৃতিলগ্ন বিস্মিত রৌদ্রভুক আলো । জ্যৈষ্ঠ মাস ।শুক্লপক্ষ , একাদশী তিথি ।
ইতি , দেবানন্দপুর গ্রাম ।।