Montage

দিনলিপির অংশ থেকে

দিনলিপির অংশ থেকে

অমিতাভ দাস

কিছু কথা রাত জেনেছিল । কিছু কথা মহাপ্রলয়ের মতো মহানিম আঁধারে একলা । ভাসে দারুব্রহ্ম । আমি তখন পরম-ভবনে আসীন । কে যেন স্থির নির্বাক লিপিকার !

কিছু কথা চুপ , শুয়ে থাকে বিজন বৃক্ষতল । দেবীকথা — ফুল । আহত বেদনার দিনে তোমার মন্দির । উল্টোদিকে ছায়াময় সুশীতল পুষ্করিণী আছে । এই গ্রামে রায়গুণাকর একদিন…সত্যনারায়ণের পাঁচালি । বুড়ো বট আর একজন দেবী বিশালাক্ষ্মী নাম…

এখানে ফুটেছে স্বর্ণচাপা , রক্তকরবীর রক্তিম আভা । বেলা দ্বিপ্রহর । ক্লান্ত দোকানির উজ্জ্বল চোখ– অতিরিক্ত এক ভাড় চা । অতিথি নারায়ণ বোঝে তাঁরা । সারমেয়গণ পায়ে পায়ে হাঁটে, নির্জন…বিস্কুটের আহার । পরম তখন প্রকৃতিলগ্ন বিস্মিত রৌদ্রভুক আলো । জ্যৈষ্ঠ মাস ।শুক্লপক্ষ , একাদশী তিথি ।

ইতি , দেবানন্দপুর গ্রাম ।।

0

Amitava Das

অমিতাভ দাস মূলত কবি । তবে কবিতার পাশাপাশি তিনি অণুগল্প, ছোটগল্প ও প্রবন্ধ লেখেন । তাঁর প্রকাশিত বই ২৫টি ।১৯৯৬ সালে হাবড়া হাই স্কুল উঃ মা থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৯৯ তে হাবড়া শ্রীচৈতন্য মহা বিদ্যালয় থেকে স্নাতক । নেতাজি সুভাষ মুক্ত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতকোত্তর বাংলা ভাষা ও সাহিত্যে । পেয়েছেন ‘বনলতা সেন কাব্যগ্রন্থ পুরস্কার-২০০৩, ‘সুতরাং সাহিত্য সম্মান-২০১৪, ‘ কলম সাহিত্য সম্মান -২০১৭, কালদর্পন সাহিত্য সম্মান -২০১৯, টেগোর ভিলেজ সাহিত্য পুরস্কার -২০১৯ ।

 

অবগুণ্ঠন সাহিত্য পত্রটির সম্পাদনা করে আসছেন ১৯৯৬ সাল থেকে । উল্লেখযোগ্য কবিতার বই–রাধিকা অথবা কুসুম ।রাতের জার্নাল ,সব ধুলো হয়ে আছে ,শরীর শরীর আলো, সেতার ভিজছে জলে, অ্যাকোয়ারিয়াম, অমিতাভ উবাচ, নির্বাচিত ১০০ । ছোটদের জন্য লেখা গল্পের বই “গাছবন্ধু ”। গদ্য এবং গদ্য তাঁর প্রথম গদ্যের বই । স্মৃতিকথা মুলক গদ্যের বই “আমার পাঠ গ্রহণ ”। অবসর গান শোনা ,ছবি আঁকা ও আবৃত্তি ।

View All Authors >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top