Montage

বাবার চোখে জল

বাবার চোখে জল

Amit Mazumder

তুমি ফিরলে বাঘের বাড়ি থেকে
আমি তোমার জড়ভরত বাবা
ভয়ের চোটে দেখতে চাইনি তবু
বুকের মধ্যে ঠিক কখানা থাবা

বলে দিলাম মুখ খুলো না মোটেও
যা আছে তা চাদর দিয়ে ঢাকো
বাইরে বাতাস এখন বাউণ্ডুলে
এবার থেকে মুখ লুকিয়ে থাকো

সত্যি বলছি লড়াই করার মতো
আমার কোনো সামর্থ নেই হাতে
চেষ্টা করো ভুলতে তাড়াতাড়ি
কি হয়েছে লুকোনো মাঝরাতে

থানা পুলিশ কেস করা তো সহজ
পরের ধাক্কা সামাল দেবে কারা
দু একদিনেই বৃক্ষ হয়ে যাবে
লজ্জাবতীর সামান্য এই চারা

তুমি তখন প্রথম শ্রেণীর পাতায়
সাংবাদিকে গল্প যাবে লিখে
আবরুটুকু নিলাম করে দেবে
হাসতে হাসতে সহস্র পাবলিকে

আমি সত্যি হতভাগ্য পিতা
এত ডেকেও পাচ্ছি না যে সাড়া
কোনোদিনই দিইনি তোমায় কিছু
সামান্য এই চোখের জলটা ছাড়া ?

1

অমিত মজুমদার

অমিত মজুমদারের জন্ম ১৯৮০ সালের ১৫ই আগস্ট , নদিয়া জেলার বেথুয়াডহরিতে ৷ পিতা অরুণকুমার মজুমদার , মাতা অলকা মজুমদার ৷ কবি বিজ্ঞান বিভাগে স্নাতক হলেও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্রবিদ্যায় স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন ৷ কিছুদিন সাংবাদিকতা ও বাংলা মেগা সিরায়ালে সহকারী পরিচালকে হিসেবে কাজ করলেও বর্তমানে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন ৷ ২০০০ সাল থেকে কবিতা , ছড়া , প্রবন্ধ ও ছোটোগল্প লিখছেন ৷ বেথুয়াডহরি থেকে প্রকাশিত ‘ঝড়’ দেয়াল পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয় ৷ পরবর্তীতে আনন্দম , অলিন্দ , কথাকৃতি , ফিনিক্স , মৌসুমী , মাসে মাসে কবিতা , আকাশ , সৌপ্তিক , বনামি , চেতনা , অনুভব , অন্যধারা , আবাদ , তিতলি , সময় প্রভৃতি পত্রিকাতে তাঁর কবিতা ও ছোটোগল্প প্রকাশিত হয়েছে ৷ সাহিত্যপাঠ , গান শোনা ও নানা ধরণের দেশী বিদেশী চলচ্চিত্র দেখতে খুবই আগ্রহ বোধ করেন ৷ আর ভালোবাসেন মানুষের সঙ্গে মিশতে ৷

View All Authors >>

One thought on “বাবার চোখে জল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 5 =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top