Amit Mazumder
তুমি ফিরলে বাঘের বাড়ি থেকে
আমি তোমার জড়ভরত বাবা
ভয়ের চোটে দেখতে চাইনি তবু
বুকের মধ্যে ঠিক কখানা থাবা
বলে দিলাম মুখ খুলো না মোটেও
যা আছে তা চাদর দিয়ে ঢাকো
বাইরে বাতাস এখন বাউণ্ডুলে
এবার থেকে মুখ লুকিয়ে থাকো
সত্যি বলছি লড়াই করার মতো
আমার কোনো সামর্থ নেই হাতে
চেষ্টা করো ভুলতে তাড়াতাড়ি
কি হয়েছে লুকোনো মাঝরাতে
থানা পুলিশ কেস করা তো সহজ
পরের ধাক্কা সামাল দেবে কারা
দু একদিনেই বৃক্ষ হয়ে যাবে
লজ্জাবতীর সামান্য এই চারা
তুমি তখন প্রথম শ্রেণীর পাতায়
সাংবাদিকে গল্প যাবে লিখে
আবরুটুকু নিলাম করে দেবে
হাসতে হাসতে সহস্র পাবলিকে
আমি সত্যি হতভাগ্য পিতা
এত ডেকেও পাচ্ছি না যে সাড়া
কোনোদিনই দিইনি তোমায় কিছু
সামান্য এই চোখের জলটা ছাড়া ?
Thhank you forr sharing youhr info. I rewally ppreciate yourr efforts and I aam aiting ffor your furtther write upps thank you once again.