Montage

উন্মাদিনী

উন্মাদিনী

পার্থজিৎ চন্দ

শান্ত চায়ের দোকানে শান্ত কয়েকজন বন্ধুদের সঙ্গে
বুদ্ধের মহানিষ্ক্রমণ নিয়ে কথা উঠে এল। উঠে এল
অজন্তা অপরূপা’র কথা… যামিনী প্রখর, বিলাস-ব্যসন শেষে সুপ্ত জনপদ
স্ত্রী-পুত্রের মুখ ধকধক করে কেঁপে উঠছে নীলাভ তারার নীচে
দরজা খোলার পর একবার স্ত্রী ও একবার পুত্রের দিকে তাকালেন তিনি

এ-শরীর যেন এক বীণা। তিনি
একে একে বীণার তারগুলি ছিন্ন করছেন

গ্রন্থীমোচনের পর এক অপার্থিব সুর ছড়িয়ে পড়ছে
চরাচর-জোড়া শায়িত বীণায়

অজন্তার সেই বিখ্যার গুহাচিত্রগুলি আমার অদেখা
শুধু রাতের দরজা খুলে দেখেছি নিকষ অন্ধকারে
রতিসুখ শেষে এক আহত বিছানা

ভোররাতে ছিন্ন বীণাটির গায়ে ঝরে পড়ছে
এক উন্মাদিনীর লহু-ময় কালচে অশ্রু

1

Parthajit Chanda

জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক শিল্পাঞ্চলে। প্রথম থেকেই এক মিশ্র-সংস্কৃতির ছায়ায় বড় হয়ে উঠেছেন। স্নাতকস্তরে পড়াশোনায় সময়ে নিজেও সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। প্রথম দিকে লেখা নিয়ে ছিলেন উদাসীন। লেখার থেকে দূরে থেকেছেন বেশ কয়েক বছর। এখনও পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ ও কাব্যপুস্তিকার সংখ্যা আট। কাব্যগ্রন্থগুলির মধ্যে কয়েকটি হল – মেষপালকের ডায়েরি, বালিঝড় ও কেবিনবয়, ধান্যলক্ষ্মী, বাংলা,পর্ণশবরী, ক্যাসিনোয় লেখা কবিতা ইত্যাদি। লিখেছেন কবিতা বিষয়ক বহু প্রবন্ধ ও বেশ কিছু ছোট গল্প।

View All Authors >>

One thought on “উন্মাদিনী”

Leave a Reply to Manas Ghosh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top