Montage

কবি ও ক্যাপসুল এক্সপায়ারি ডেট নিয়ে জন্মায়

কবি ও ক্যাপসুল এক্সপায়ারি ডেট নিয়ে জন্মায়

সুজিত দাস

কেউ ভাল নেই।
কেউ কখনও ভাল ছিল না।
সার্কিট হাউস থেকে পর্ণকুটির,
কোঠাবাড়ি থেকে নিকনো উঠোন, কেউ কোনোদিন ভাল ছিল না।
ভাল থাকাটাও একধরণের অসুখ। কপালে কাটা দাগ, রুমালে লেগে থাকা সুগন্ধি ঘ্রাণ।
এবং পুরনো স্মৃতির কোলাজ যেমন হয়…

কেউ সঙ্গমে পারদর্শী নয়।
বিছানা এক আধখাওয়া আপেল। নিপলের চারদিকে ফুটে থাকা অসতর্ক রোম, ঊরুসন্ধির দ্বৈপায়ন হ্রদে তরঙ্গমুখর ঢেউ। নতুন লঁজেরি, স্কিন কালারের এক বিরাট কুহেলি-কা।
যে কোনও জয় রাইড শেষ হলে প্রেমিক বড় একা।
শুনেছি প্রেমিকাদের গ্রাফ ধীরে নামে। কতটা ধীরে নামলে স্থির হয় প্রপাতের শব্দমালা?কাঁপতে থাকা বাঁশপাতার মত একটি শরীর, স্যুইং করা একটি হার্ড ডিউজ কখন থির বিজুরির মত বেডকভার টেনে নেয়?

ছেড়ে যাওয়া মেয়েদের জন্য ‘হাড়ের মালা’ নেই, ভ্যালি অফ ফ্লাওয়ার নেই। গোঁসাই এখন শীতে কাতর। নিকানোর পাররার পেপারব্যাক এডিশনেও অনেক মুদ্রণপ্রমাদ। ছেড়েছ, ভাল করেছ। কবি ও ক্যাপস্যুল এক্সপায়ারি ডেট নিয়ে জন্মায়। কেউ তোমার মতো অপরাজিতা নয়।

মোটমাট, গয়েরকাটা থেকে বানারহাট মোড়ের স্ট্রিপটুকু বাদ দিলে কেউ ভাল নেই। হার্ট ইজ জাস্ট আ মাসল। তবু বনগোলাপের কাঁটা ওখানেই ফোটে। নিদাঘ দুপুরে ফোর-ও-ক্লক বৃষ্টিও ঠিক ওভাবেই আসে।

নাথিং ডুইং।
কেউ সঙ্গমে পারদর্শী নয়।
অরগ্যাজম একটা অ্যাকসিডেন্ট।

2

Sujit Das

প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছয়। ‘স্বপ্নের হাতপাখা'(দীপ প্রকাশন), ‘অব্যর্থ হ্যালুসিনেশন’ , ‘ইশারা অমনিবাস’ (সিগনেট প্রেস), ‘গুডমর্নিং, কলকাতা(সোপান প্রকাশনী), ‘গুজবে কান দেবেন'(শুধু বিঘে দুই প্রকাশনী), ‘এ এক অনন্ত নিউট্রাল'(মাথুর প্রকাশনী)। বাংলাভাষার অনেক উল্লেখযোগ্য পত্রপত্রিকায় কবিতা প্রকাশিত। জন্ম মালদায়। বাবার এবং নিজের বদলির চাকরি হওয়ায় জীবনের বেশিরভাগটাই কেটেছে ডুয়ার্স-এ। এখন কলকাতা নিবাসী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে প্রানীবিদ্যায় স্নাতকোত্তর। পেশায় সরকারি আধিকারিক। নেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং পছন্দের রান্না করা।

View All Authors >>

2 thoughts on “কবি ও ক্যাপসুল এক্সপায়ারি ডেট নিয়ে জন্মায়”

  1. ভালো থাকা ডাক নাম অসুখের / মুক্তোতে প্রাণ নেই ঝিনুকের

    দুর্দান্ত লিখেছেন সুজিতবাবু !

Leave a Reply to মানস ঘোষ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top