Montage

গ্রন্থি

গ্রন্থি

তমালী রায়

যেখানে পথে ছড়িয়ে আছে গ্রন্থি,
সেখানে থাকুক কাব্যিক গ্রন্থনা।
বলেছিলে ঋণ রাখবে না তাই আজও,
ইচ্ছেরা দেয় অযাচিত মন্ত্রনা।

আমল দিতে না চাও, দিওনা,
আমার দরজা খোলা,খুলি মুঠো।
স্মৃতির টফি পকেটেই ভরে রেখে,
পাল্টাই আমি, পাল্টাই চেনা রুটও।

গ্রন্থি যদি বাঁধে, খুলতেও জানুক,
পরিশীলিত, নিপুণ তোমার হাত,
থামুক এসে ঠোঁটের কাছাকাছি,
যেখানে জটিল গ্রন্থি বেঁধেছে রাত।

পাঠের শেষেও পাঠের ইচ্ছে জাগুক,
ঠোঁটের অঙ্ক জানে জ্যামিতিক মাপ,
স্মৃতিমেদুর মুখস্থ সেই গ্রন্থে,
উদ্ধৃত হোক মার্জিত উত্তাপ।

1

Tamali Roy

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, পেশায় সাহিত্যের শিক্ষিকা তমালী রায়ের নেশা হল কবিতা,সংগীত ও ফোটোগ্রাফি।ওনার পরিচালনায় চারটি স্বল্পদৈর্ঘ্যের চলচিত্র কলকাতা ফিল্ম ফেস্টিভাল সহ দেশের বিভিন্ন ফেস্টিভালে দেখানো হয়েছে ও পুরস্কৃত হয়েছে । বিভিন্ন কবিতার ম্যাগাজিন ও অনলাইন ম্যাগাজিনে কবির কবিতা প্রকাশিত হয়।আন্তর্জাতিক কবিতা ও অনুবাদ সংকলনেও কবির কবিতা ও অনুবাদ প্রকাশিত হয়েছে ও প্রকাশিতব্য।এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘ধানসিড়ি’ প্রকাশনা থেকে কবিতা সংকলন ‘পথের নাম কারু’ ও বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা ‘ভাষাচিত্র’ থেকে ‘একশো প্রেমের কবিতা’ প্রকাশিত হয়েছে। পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থ ‘গাংচিলের পালক’ ( সপ্তর্ষি), ও কবিতার পঞ্চপ্রদীপ’ (দীপ প্রকাশন)।

View All Authors >>

One thought on “গ্রন্থি”

  1. পাঠের পরেও পাঠের ইচ্ছা জাগুক – 👌

    ভালো লাগলো কবিতাটি

Leave a Reply to Manas Ghosh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top