Montage

ত্রিতাল

ত্রিতাল

মানস ঘোষ

সমঝোতা :

হোক ! একটা গোপন সমঝোতা হোক |
মেঘে আর দীঘিতে, নদী আর পাহাড়ে,
বনে.. দাবানলে, আর আমার সঙ্গে…
..তোমার চোখের জলের

– প্রতিটি ভাঙনে যুক্ত হোক তুমুল বৃষ্টির ক্ষতিপূরণ

আপস :

সোজা উল্টো সোজা বুনছি, আপস রঙের উল,
এই বাঁধলাম এই খুলছি, এই ঠিক ওই ভুল !
গলা বন্ধ নাকি গোল হবে ?কোমর সমান ঝুল,
ঠাসবুনোটে সুতো আপসের, নকশাও নির্ভুল |

আর হ্যাঁ,
মনে রাখা ভালো, ঘনসংবদ্ধতার
নেপথ্যে আছে রামধনুর পূর্বশর্ত |

আশ্রয় :

ক্ষীণাঙ্গী নদীর চরে অলীক কুটির,
ক্লান্ত শব্দপাখি বসে এক দুটি,
সামান্য শস্য বুঝি ডানার আঁচলে
শমীবৃক্ষে ধনুর্বাণ এই বনাঞ্চলে !

এসো, পাশে বসো | ছায়া হও !
তোমারও শ্রুশুষা হোক হৃদয়সঞ্জাত !

2

Manas Ghosh

কাব্যগ্রন্হ –
১) আরশিনগরের ছায়াসঙ্গীরা (2014, পরম্পরা )
২) অম্বুরি তামাকের গন্ধ (2018, অভিযান)

উপরোক্ত দুটি কাব্যগ্রন্থ ছাড়া, শব্দহরিন, কবিতাউৎসব, ঋতবাক, বাতায়ন, মানভূম সংবাদ ইত্যাদি কিছু পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে কবিতা, গল্প বা প্রবন্ধ প্রকাশ হয়েছে |
মাসিক সাহিত্যপত্রিকা কাগজের নৌকা , ত্রৈমাসিক বাতায়ন এবং ছোটদের ‘খেলার ছলে’ পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত |

 

প্ৰিয় কবি – শঙ্খ ঘোষ

 

‘কবি’ সম্বোধনে কুন্ঠিত বোধ করি | উচ্চমননশীল এই চর্চার জগতে নিজেকে নিছক শিক্ষানবিশ বলে বোধ হয় | এই বাংলার জ্যোতিষ্কখচিত কাব্যচর্চার আকাশের নিচে, অসংখ্য গুণী মহীরুহের ছায়ার তলায় একটু দাঁড়াতে পেরেছি, সেটাই অনেক পাওয়া |

 

সমস্ত আবেগ, ভাবালুতা, নিভৃতযাপন এমনকি ব্যক্তিগত পরিসরকেও তছনছ করে দেবার মতো একটি পেশায় জড়িত আছি | যাপন ও প্যাশনের বৈপরীত্যের এই বাধা কাটিয়ে উঠে সৃষ্টিশীলতার অনুশীলন জারি রাখাটাই আমার লক্ষ্য |

View All Authors >>

2 thoughts on “ত্রিতাল”

  1. দুর্দান্ত, অজস্র অ-কবির ভিড়ে উজ্জ্বল ব্যতিক্রম। পরবর্তী সৃষ্টির অপেক্ষায় রইলাম।

Leave a Reply to Rajat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top