বাপ্পাদিত্য রায়বিশ্বাস
কিভাবে যে কোনো মেয়ে
উদ্বেল কারো কাছে
জঙ্গলে ঢেকে থাকা খনির গভীরের
হীরে হয়ে ওঠে…
হয়তো টগরফুল
হয়তো বা পাতা থেকে টুপ হওয়া একফোঁটা জল
কোনো মেয়ে হতে চেয়ে
হেরে গেছে বেমালুম
দুর্গম সেই সব হীরকের কাছে
তাতারের দল
উদ্ধত হীরেদের দূরে নিয়ে গেছে…
এখানে টগর ঝরে
রোজ চটি ভিজে ওঠে ভোরের শিশিরে
আমাদের দিন রাত চনমনে হয়ে ওঠে
নিজেকে ফুরিয়ে দেওয়া
গনগনে কয়লার ভিড়ে











Awesome article.
Thiss iss the riggt site ffor evertone who wold like too understand thgis topic.
Yoou realize so much itss almost hard tto
aargue with you (not that I really would want to…HaHa).
You definitedly puut a fresh sppin oon a tipic that’sbeen written about ffor many
years. Excellebt stuff, just wonderful!