শুদ্ধেন্দু চক্রবর্তী
প্রতিদিন সকাল হলেই আমি ক্যাব বুক করি
কখনো মস্ত গাড়ি আসে
গান চলে,শীতযন্ত্র চলে,চালক গুড মর্নিং বলে
কখনো বা ভাঙাচোরা ক্ষতবিক্ষত
চালকের মুখ থমথমে
গম্ভীর মুখ করে ওটিপি জানতে চায়।
প্রতিদিন সকাল হলেই আমি ক্যাবে উঠে পড়ি
গাড়ি এগিয়ে চলে নির্দিষ্ট মানচিত্র বেয়ে
সকালশহরের আড়মোড়া আমার যাবতীয় ছাড়াছাড়ি ভুলিয়ে দিতে চায় ।
এরপর গন্তব্য পৌঁছে আমি সূচক মেলাতে থাকি
তারাচিহ্ন দিতে থাকি
কখনো একতারা কখনো বা পাঁচ
জীবনের ফিডব্যাক যথাযথ ওয়েবসাইট নথিভুক্ত করে।
আবার যাত্রা শুরু
আবার ওটিপি ম্যাপরুট
আবার আরেকটা রাইড
সকাল সকাল