Montage

রুটিসেঁকা ঘরে একরাত্রি

রুটিসেঁকা ঘরে একরাত্রি

হরেকৃষ্ণ দে

প্রলোভনের পেট উঁচায়, রাত্রির আঙার মেলা
ডাঙায়
বগলে চাপা গ্রাসনালীর সিলিণ্ডারে লেবার চার্জের এম.আর.পি.মুছে গেছে
দারিদ্রের ডাউনলোডে

কিচেন চিমনির ধোঁয়া
হাত ধরে নিয়ে যায় দূর ক্ষেতের পিপাসা ঘাসে

ক্ষুধার ঘোড়া রেস দেখি
দেখতে দেখতে বাজি ধরি

এক্সিট পাখার মত বাতাস বের করি উদরের ঘুলঘুলি বেয়ে
তারপর ঢুকে পড়ি এক রুটিসেঁকা ঘরে
হাত রাখি তাওয়ায় সারা রাত্রি 
 সমাজের পাকশালায় ঈশ্বরের ডাক শুনি৷

0

Harekrishna Dey

১৯৭২ সালের ৬ জুলাই বাঁকুড়া জেলার পিড়রাবনী গ্রামে জন্ম৷ লেখনীতে আনকরা এক শব্দ শ্রমিক৷পেশায় প্রাথমিক শিক্ষক ৷ সমান্য কবিতা চর্চার অবকাশে উত্তরের সংবাদ, মানভূম সংবাদ, তথ্যকেন্দ্র পত্রিকা ও লিটল ম্যাগাজিন ,ওয়েব ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে কিছু লেখা৷ বর্তমানে একান্নবর্তী সাহিত্য পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত৷
প্রকাশিত কবিতা গ্রন্থ- হৃদয় অরণ্যে এক উন্মাদ , পিটুলি গাছের ছায়া এবং উড়ো মন মনশহরের খামে ৷

View All Authors >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =

Supported by:

skgf
skgf

Editor's Picks

Archive

Select a month to view the archive.

Back to Top